নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামভিত্তিক লাকি গ্রুপের চেয়ারম্যান, কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালক এমদাদুল হক চৌধুরী তাকাফুল ইসলামী সিকিউরিটিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সাম্প্রতিক সময়ে এ ব্যবসায়ী পোশাক খাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিজিএমইএর বিমাবিষয়ক সাব-কমিটির চেয়ারম্যান নির্বাচিত কাট্টলী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হল চৌধুরী। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এমদাদুল হক চৌধুরী বিমা খাতের প্রতিষ্ঠান তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেডের ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, পুঁজিবাজার বিকাশে আমরা কাজ করছি। বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করা, বিনিয়োগ ও উন্নয়ন আমরা কাজ করছি। আমি পোশাক খাতের ব্যবসায়ীদের সহজে বিমা সুবিধা নিশ্চিত করা এবং বিমা দাবি তাড়াতাড়ি আদায়ে সর্বোচ্চ ভূমিকা পালন করব। এছাড়া বাণিজ্যিক নানা বাধা দূর করার জন্য সম্মিলিতভাবে কাজ করব। আশার কথা হলো, পুঁজিবাজার স্বস্তি ফিরেছে। এতে কাজের উৎসাহ তৈরি হবে।
উল্লেখ, এমদাদুল হক চৌধুরী ডিএন সিকিউরিটিজ লিমিটেড, লাকি শিপিং ও লাকি স্টোর/লাকি কর্নারের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএ এবং চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক।

Discussion about this post