শেয়ার বিজ ডেস্ক : ইউরোপজুড়ে চলমান ভয়াবহ তাপদাহের প্রভাবে গত ১৬ দিনে স্পেনে প্রায় ১ হাজার ১৫০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে ।
স্পেনের জনস্বাস্থ্য সংস্থার বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (১৯ আগস্ট) স্পেনের কার্লোস তৃতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট এ খরব নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির হিসাবে, ৩ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ১,১৫০ জনের বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। যা অস্বাভাবিক তাপমাত্রার প্রভাবেই ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
যদিও দেশটির আবহাওয়া সংস্থা সরাসরি মৃত্যুর কারণ হিসেবে উচ্চ তাপমাত্রাকে নিশ্চিত করেনি। তবে এটি এমন মৃত্যুর সবচেয়ে নির্ভরযোগ্য অনুমান দেয়, যেখানে তাপপ্রবাহ একটি প্রধান ভূমিকা পালন করেছে বলে মনে করা হয়।
এর আগের মাসে (জুলাই) একই প্রতিষ্ঠান জানিয়েছিল, স্পেনে ১,০৬০ জন মানুষ মারা গেছে তীব্র গরমের কারণে—যা গত বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
আবহাওয়া ও জলবায়ুবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নই বিশ্বজুড়ে তাপপ্রবাহকে দীর্ঘস্থায়ী ও অধিকতর তীব্র করে তুলছে।
আরআর/

Discussion about this post