শেয়ার বিজ ডেস্ক : প্রায় চার বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত সম্ভাব্যভাবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ পর্যন্ত গড়াতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও দাবি করেন, গত মাসেই এই যুদ্ধে কমপক্ষে ২৫ হাজার মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সৈন্য। তিনি অব্যাহত রক্তপাতের জন্য গভীর হতাশা প্রকাশ করেছেন।
অব্যাহত রক্তপাতের জন্য গভীর হতাশা প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি হত্যাকাণ্ড বন্ধ দেখতে চাই… বেশিরভাগ ক্ষেত্রেই, গত মাসে ২৫ হাজার সৈন্য মারা গেছে। আমি এটা বন্ধ দেখতে চাই… আমরা খুব কঠোর পরিশ্রম করছি। এই ধরনের ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেয়।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আর আমি সেদিনও তাই বলেছিলাম। আমি বলেছিলাম, সবাই এভাবেই খেলা খেলতে থাকে। এটি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেব, আর আমরা তা দেখতে চাই না।’
মূলত, অবিরত আলোচনা সত্ত্বেও যুদ্ধ বন্ধে রাশিয়া ও ইউক্রেন এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে না পারার হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প, যিনি দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া আগে দাবি করেছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই এই যুদ্ধ বন্ধ করতে পারবেন তিনি।
এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটও বলেছিলেন, যুদ্ধবিরতিতে পৌঁছানোর ধীর অগ্রগতিতে প্রেসিডেন্ট মস্কো এবং কিয়েভ উভয়ের ওপর ‘অত্যন্ত হতাশ’।
তিনি আরও নিশ্চিত করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন শান্তি প্রচেষ্টায় সক্রিয়ভাবে জড়িত রয়েছে, বুধবারও ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনা করছেন এবং বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার দল উভয় পক্ষের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার ট্রাম্প আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সহায়তা দিতে ইচ্ছুক। যদিও এরই মধ্যে ইউক্রেনের জন্য সরাসরি সামরিক সহায়তা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, পরিবর্তে এমন একটি ব্যবস্থার পক্ষে জোর দিয়েছে, যেখানে অন্যান্য ন্যাটো মিত্ররা কিয়েভের জন্য মার্কিন অস্ত্র কিনতে পারে।
তিনি হতাশা প্রকাশ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্কিন শান্তি পরিকল্পনায় আজও স্বাক্ষর করেননি, যেখানে ডনবাস অঞ্চল রাশিয়ার কাছে হস্তান্তর করার কথা উল্লেখ আছে।
প্রসঙ্গত, যুদ্ধ বন্ধে প্রধান শর্ত হিসেবে রাশিয়া বলেছে, ইউক্রেন পূর্বাঞ্চল (ডনবাস) থেকে তাদের বাহিনী প্রত্যাহার করবে, যার মধ্যে দোনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চলের এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র: এনডিটিভি
প্রিন্ট করুন









Discussion about this post