শেয়ার বিজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সবচেয়ে বেশি দর কমেছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের।
আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৫০ পয়সা বা ৭ দশমিক ৫১ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের দর কমেছে আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৭ দশমিক ০৯ শতাংশ। আর ৩০ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৫ দশমিক ২৬ শতাংশ, ইবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৪ শতাংশ, প্রগতি ইন্সুরেন্সের ৩ দশমিক ৬৬ শতাংশ, আরএকে সিরামিকের ৩ দশমিক ৩০ শতাংশ, বেক্সিমকো ফার্মার ৩ দশমিক ২৮ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৩ দশমিক ২৩ শতাংশ এবং ফার্স্ট ফাইন্যান্সের ৩ দশমিক ২৩ শতাংশ দর কমেছে।
আরআর/

Discussion about this post