Print Date & Time : 16 July 2025 Wednesday 6:18 am

দর বৃদ্ধির শীর্ষে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং

শেয়ার বিজ ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মনস্পুল বাংলাদেশের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৯ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ। আর ৬ টাকা ৮০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড।ব্যাংক লোন

এছাড়া, মঙ্গলবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৯ দশমিক ৮০ শতাংশ, তমিজুদ্দিন টেক্সটাইল মিলস ৯ দশমিক ৬২ শতাংশ, আফতাব অটোমোবাইলস ৯ দশমিক ৫৪ শতাংশ, মাগুরা মাল্টিপ্লেক্স ৯ দশমিক ২৮ শতাংশ, বাংলাদেশ অটোকারস ৭ দশমিক ৪৪ শতাংশ জাহিন স্পিনিং ৭ দশমিক ৩৫ শতাংশ এবংসেনা ইন্সুরেন্স ৬ দশমিকক ৩২ শতাংশ দর বেড়েছে।

আরআর/