Print Date & Time : 10 September 2025 Wednesday 10:47 pm

দর বৃদ্ধির শীর্ষে ড্যাফোডিল কম্পিউটার্স

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৬ টির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৫ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরামিট লিমিটেডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ২৯ শতাংশ।

আর ১৫ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে রহিম টেক্সটাইলস মিলস।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইনটেক, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স।

আরআর/