Print Date & Time : 27 July 2025 Sunday 8:55 pm

দর বৃদ্ধির শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৯.৯৭ শতাংশ বেড়ে যাওয়ায় এটি দরবৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আজ রোববার (২৭ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৯৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তৃতীয় স্থানে থাকা প্রাইম লাইফ ইন্স্যুরেন্সেরশেয়ার দর বেড়েছে ৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯২ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৭৫ শতাংশ, ট্রাস্ট ইসলামী ব্যাংক লাইফ ইন্সুরেন্স-এর ৯ দশমিক ৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯ দশমিক ২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্সুরেন্সের ৭ দশমিক ৩১ শতাংশ, নর্দান ইসলামি ইন্সুরেন্সের ৭ শতাংশ এবং মেঘনা লাইফ ইন্সুরেন্সের৬ দশমিক ৬৭ শতাংশ দরবেড়েছে।

আরআর/