Print Date & Time : 18 July 2025 Friday 2:53 am

দর বৃদ্ধির শীর্ষে রহিমা ফুড

শেয়ার বিজ ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১১ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা বা ৯ দশমিক ৮০ শতাংশ। আর ১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বিবিএস ক্যাবলস।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জিএসপি ফাইন্যান্সের ৯ দশমিক ০৯ শতাংশ, একমি পেস্টিসাইডস লিমিটেডের ৮ দশমিক ৮৯ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ৭ দশমিক ৮১ শতাংশ, আরামিট সিমেন্টের ৭ দশমিক ৪৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (বিবিএস) ৬ দশমিক ৪৮ শতাংশ এবং জেএমআই সিরিঞ্জ ৫দশমিক ০০ শতাংশদর বেড়েছে।