বর্ষার কেনাকাটাকে আরও উৎসবমুখর করতে দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন। আগামী ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে বিশাল মূল্যছাড়ের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কয়েকটি প্রতিযোগিতা। ৮ থেকে ১৪ আগস্ট পর্যন্ত ‘দারাজ জ্যাকপট – বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ। এছাড়া ৩ থেকে ৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার। ‘
আয়োজনকে আরও আকর্ষণীয় করতে থাকছে দারাজের সিগনেচার ‘৮ / ৮৮ / ৮৮৮ / ৮৮৮৮ টাকা ডিলস’, যেখানে বিভিন্ন সময়ে অবিশ্বাস্য মূল্যে নানা ধরনের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনে নির্দিষ্ট দিনগুলোতে থাকছে বিশেষ আয়োজন, যেমন ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।
ক্যাম্পেইনের প্রথম দিন, অর্থাৎ ৮ আগস্ট রাত ১২টা থেকে ১টা পর্যন্ত ‘মিডনাইট রাশ আওয়ার’-এ থাকছে ৮% থেকে ৯% পর্যন্ত উচ্চমূল্যের ভাউচার। এছাড়াও ক্যাম্পেইনজুড়ে বিভিন্ন সময়ে থাকছে ফ্ল্যাশ ভাউচার এবং প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত ফ্ল্যাশ ড্রপস, যেখানে ট্রেন্ডিং পণ্যগুলোতে মিলবে বিশেষ ছাড়।
কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে, যার মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল, এবং প্রাইম ব্যাংক। এসব মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা ১২% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইনে ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি উপভোগ করা যাবে। পাশাপাশি, দারাজ চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।

Discussion about this post