প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের খানসামা উপজেলায় রাস্তার পাশের পাটক্ষেত থেকে দেলোয়ার হোসেন (৫৫) নামে এক ভুট্টা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে থেকে মরহে উদ্ধার করা হয়। নিহত দেলোয়ার উপজেলার ভাবকী ইউনিয়এনর মারগাঁও গ্রামের মৃত ছলেমান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, উপজেলার বাংলাভাষা কলেজের পশ্চিম পাশে একটি পাটক্ষেতে স্থানীয়রা মরহে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে খানসামা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের সদস্যরা জানান, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি প্রতিদিনের মতো ব্যবসার কাজে বাড়ি থেকে বের হন। রাত ৯টা ২৩ মিনিটে পরিবারের সঙ্গে সর্বশেষ মোবাইলে কথা হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি আর বাড়ি ফেরেননি। আমাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যা। নিহতের জামাতা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে খানসামা থানায় হত্যা মামলা করেছেন।
খানসামা থানার ওসি নজমুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেক মরহে উদ্ধার করেছি। ময়নাতন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Discussion about this post