Print Date & Time : 1 August 2025 Friday 4:35 am

দুই কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক : দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিভিন্ন উৎস থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বছরের সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৯তম সভায় গতকাল মঙ্গলবার এ অনুমোদন দেয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে অর্থ উপদেষ্টা বলেন, আজকের ক্রয় কমিটির সভায় এলএনজি এবং সার সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড থেকে আন্তর্জাতিক কোটেশন পদ্ধতির মাধ্যমে স্পট মার্কেট থেকে ৫০২ কোটি ৯৪ লাখ টাকায় এক কার্গো এলএনজি সংগ্রহ করবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৭ মার্কিন ডলার।
পেট্রোবাংলা দক্ষিণ কোরিয়ার মেসার্স পসকো ইন্টারন্যাশনাল করপোরেশন থেকে প্রায় ৪৮৬ কোটি ৪২ লাখ টাকায় এক কার্গো এলএনজি কিনবে। যার প্রতি একক এলএনজির দাম পড়বে ১১ দশমিক ৯৫ মার্কিন ডলার।
এছাড়াও সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের দুটি, সেতু বিভাগের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং আইসিটি বিভাগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এদিকে চলতি অর্থবছরে ইউরিয়া সার আমদানির লক্ষ্যে জিটুজি চুক্তির আওতায় সৌদি আরবের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব গতকাল নীতিগতভাবে অনুমোদন দিয়েছে সরকার।
এছাড়াও চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত জলিল টেক্সটাইল মিলস লিমিটেডকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য কমিটি আরেকটি প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন করেছে। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন এই মিলের জমি ব্যবহার করা হবে চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরি (বিওএফ) সম্প্রসারণে।