Print Date & Time : 14 September 2025 Sunday 2:17 pm

দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটি

শেয়ার বিজ ডেস্ক : দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাতটা ১৫ মিনিটে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর আটটা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে সেখানে পৌঁছাতে পারেনি।

বিমানবন্দর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি ফিরে এসে আটটা ৫৮ মিনিটে আবার চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানটি বর্তমানে বিমানবন্দরের বে নম্বর ৮-এ অবস্থান করছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল সাংবাদিকদের জানিয়েছেন, যাত্রীরা নিরাপদে রয়েছে এবং বিমানের ত্রুটি সারানোর কাজ চলছে।

আরআর/