Print Date & Time : 26 July 2025 Saturday 1:31 pm

ধর্ষণের দায়ে বরিশালে বিএনপি নেতার যাবজ্জীবন

প্রতিনিধি, বরিশাল : বরিশাল সদর উপজেলায় ১৩ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বিএনপি নেতা রাসেল শরীফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক রকিবুল ইসলাম এই রায় দেন। এই তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। রাসেল শরীফ (৩৫) বরিশাল সদর উপজেলার চন্দ মোহন ইউনিয়নের আলী শরিফের ছেলে। বরিশাল সদর উপজেলার চন্দ্র মোহন ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সদস্য তিনি।

মামলার বরাতে আদালতের বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৫ সালের ৭ নভেম্বর সকালে বরিশাল সদর উপজেলার একটি ইউনিয়নে ভুক্তভোগী শিশুর বসতঘরের পশ্চিম পাশে খোলা জায়গায় ধর্ষণ করে রাসেল। এ ঘটনায় ভুক্তভোগী শিশু বাদী হয়ে রাসেলকে আসামি করে মামলা করে। মামলার তদন্ত শেষে বরিশাল বন্দর থানার সাব-ইন্সপেক্টর ২০১৬ সালের ১ জানুয়ারি আদালতে চার্জশিট প্রদান করেন। পরে আদালতের বিচারক ৮ জনের স্বাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রাসেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঘটনার সময় ধর্ষিত শিশুর বয়স ছিল ১৩ বছর ও দণ্ডিত রাসেলের বয়স ২৫ বছর ছিল বলে জানান তিনি।