প্রতিনিধি, সাভার (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে ডাকাত সন্দেহে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তারা বলছে, ডাকাতির প্রস্তুতিকালে পাঁচটি ধারালো অস্ত্রসহ ওই সন্দেহভাজনদের আটক করা হয়। তবে তাদের সঙ্গী অপর ছয়জনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন পালিয়ে যায়। গতকাল মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, গত সোমবার তাদের উপজেলার সুয়াপুর ইউনিয়নের পাকিস্তান বাজার এলাকা থেকে আটক করে রাতে ডাকাতির অভিযোগে মামলা করে পুলিশ।
আসামিরা হলেন- মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল মোল্লাপাড়ার মিলন, একই উপজেলার বেরুন্ডী পূর্বপাড়ার ইমন হোসেন, কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার মেহেদী হাসান, মানিকগঞ্জের সিংগাইরের চঞ্চল মিয়া (২৬), বাংগরা এলাকার মো. জাকির হোসেন, কাংশা এলাকার সেলিম মিয়া (২৪), ইসলামনগরের মান্নান বেপারী ও সাইদুর রহমান তারেক। এছাড়া পলাতকরা হলেন- ঢাকার ধামরাইয়ের কুটিরচর এলাকার জুয়েল, সিপার, একই এলাকার সেলিম, কুরুঙ্গী এলাকার সোহাগ, সুয়াপুর ইউনিয়নের মো. শাহীন, একই ইউনিয়নের শ্রীরামপুর মধ্যপাড়া আলামিনসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জন। এ সময় তাদের কাছ থেকে দুটি চায়নিজ কুড়াল, দুটি রামদা ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘গতকাল থানার একজন উপপরিদর্শক মাদক অভিযান করার সময় জানতে পারেন, ধামরাইয়ের পাকিস্তান বাজারে স্থানীয় বাসিন্দারা কয়েকজন ডাকাত আটক করে। সেখানে গিয়ে পুলিশ খেতে পায়, স্থানীয় জনতা ডাকাত স›েহে আটজনকে আটক করে মারধরও করেছে। পরে তারে আটক করে ডাকাতির প্রস্তুতি আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Discussion about this post