Print Date & Time : 14 September 2025 Sunday 2:17 pm

নওগাঁয় যুবদলের বিক্ষোভ মিছিল

প্রতিনিধি, নওগাঁ : সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। গতকাল দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।