প্রতিনিধি, নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার সাব-রেজিস্ট্রারের অফিস এবং দলিল লেখক সমিতির অনিয়ম ও দুর্নীতির তথ্যচিত্র সংগ্রহকারী দৈনিক শেয়ার বিজ ও ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল ৫টায় সাব-রেজিস্ট্রারের অফিসের ভেতরে এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি আহত অবস্থায় নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন সাংবাদিক এ কে সাজু জানান, গত দুদিন থেকে মহাদেবপুর সাব-রেজিস্ট্রার অফিসে রাত ১১টা পযন্ত জমি রেজিস্ট্রি হচ্ছেÑএমন সংবাদের খবর পেয়ে বুধবার বিকালে আমি সাব-রেজিস্ট্রি অফিসের বাইরের রাস্তায় দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলাম। এমন সময় হঠাৎ দেখি সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে জমির রেজিস্ট্রি নিয়ে দলিলদাতা ও গ্রহীতাদের মধ্যে মারামারি শুরু হয়। সেই সময় আমি সেই মারামারি ভিডিও ধারণ করতে থাকি। এমন সময় একজন এসে আমাকে ভিডিও করতে বাধা দেয়, তখন আমি তার পরিচয় জানতে চাইলে বলে থানার লোক, কোনো ভিডিও করা যাবে না। এ নিয়ে কথার কাটাকাটির একপর্যায়ে সে আমার শার্টের কলার ধরে সাব-রেজিস্ট্রি অফিসের ভেতরে নিয়ে কেঁচিগেট লাগিয়ে প্রায় ১৫ থেকে ২০ জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। এ সময় আমার কাছে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন, ইয়ার ফোন ও ডিবিসি টেলিভিশনের পরিচয়পত্র (আইডি কার্ড) ছিনিয়ে নিয়ে আমাকে আটকে রাখে। পরে খবর পেয়ে স্থানীয় সাংবাদিক ও পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে। হামলাকারীদের নামে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ ঘটনায় মহাদেবপুর থানার ওসি মো. শাহীন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। থানায় অভিযোগ দিলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এদিকে সাংবাদিক এ কে সাজুর ওপর হামলার খবরে জেলায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালে ছুটে যান এবং হামলার ঘটনায় জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।