দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইন্টার-ইউনিভার্সিটি গো-কার্ট চ্যাম্পিয়নশিপ। বিশ্ব বন্ধু দিবস উপলক্ষ্যে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ–এর আয়োজনে দেশের ১২টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা ৫০ জন শিক্ষার্থী এই ব্যতিক্রমধর্মী চ্যাম্পিয়নশিপে অংশ নেয়।
সাভারের ফ্যান্টাসি কিংডম থিম পার্কে দিনব্যাপী গ্রুপভিত্তিক বাছাই পর্ব, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ডে রেসিংয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয় বিজয়ী। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী সাকিব ইবনে সাইদ। তিনি পেয়েছেন ৫০ হাজার টাকার প্রাইজমানি ও চ্যাম্পিয়ন ট্রফি। বিজয়ী হওয়ার পর তিনি বলেন, “এই কম্পিটিশনের মাধ্যমে মোটো রেসিংয়ে তরুণেরা আরোবেশি উদ্বুদ্ধ হবে এবং আগামীতে আন্তর্জাতিক রেসেও অংশ নিতে উৎসাহিত হবে।”
প্রথম রানার-আপ হন আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী যুবায়ের হোসেন। তিনি পান ৩০ হাজার টাকা ও ট্রফি। দ্বিতীয় রানার-আপ সাইয়ীদ হোসেন চন্দন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই শিক্ষার্থী পেয়েছেন ২০ হাজার টাকা নগদ পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগদের সহকারী প্রশাসক খন্দকার শাহনূর সাব্বির (ডেপুটি পোস্টমাস্টার জেনারেল, বিপিও)। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের সময় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানান এবং বিজয়দের অভিনন্দন জানান। এসময় তিনি বলেন, “এমন ব্যাতিক্রমী আয়োজনে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমি অভিভূত। বাংলাদেশে মোটরস্পোর্টস এখনো এক নতুন ধারা। এই নতুনত্বের মাঝেই রয়েছে তরুণদের জন্য অভিজ্ঞতা অর্জনের বিশাল সুযোগ।”
অনুষ্ঠানে নগদ–এর চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, “নগদ সবসময় তারুণ্যের গতিশীলতার সাথে আছে এবং থাকবে। নগদ বিশ্বাস করে তারুণ্যের প্রগতিশীল ও উদ্ভাবনী শক্তিতেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ। এসময় তিনি বলেন, দেশের তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহ ও চ্যালেঞ্জ গ্রহণের মানসিকতা গড়ে তুলতে আগামীতে আরো বড় পরিসরে এই ধরনের আয়োজন করবে নগদ।
নগদ বিশ্বাস করে, দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজন বাস্তবমুখী ও সৃজনশীল কার্যক্রম। তাই তরুণদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেওয়া, এই আয়োজন সেই যাত্রারই একটি অংশ।