Print Date & Time : 27 July 2025 Sunday 12:26 pm

নতুন পে-কমিশন গঠন করেছে সরকার

শেয়ার বিজ ডেস্ক : প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় বেতন স্কেলের আওতাধীন কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি নতুন পে কমিশন গঠন করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে এই তথ্য জানায়।

সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই পে কমিশনের প্রধান হবেন এবং কমিশন ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানানো হয় বিবৃতিতে।

আরআর/