নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে পেপার ও প্রিন্টিং খাতে তালিকাভুক্ত কোম্পানি মনোস্পুল বাংলাদেশ পিএলসির প্রয়াত উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদের ধারণকৃত অধিকাংশ শেয়ার তার নমিনির (উত্তরসূরি) কাছে হস্তান্তর করা হবে।
বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, মনোস্পুল বাংলাদেশ পিএলসির প্রয়াত উদ্যোক্তা মহিউদ্দিন আহমেদ ২০২৪ সালের ২ ডিসেম্বর মারা গেছেন। তার নামে থাকা কোম্পানিটির মোট ৬ হাজার ৯৬৮টি শেয়ারের মধ্যে তার ছেলে মোস্তফা জামাল মহিউদ্দিনের (উদ্যোক্তা) কাছে ৬ হাজার ৩৩৫টি শেয়ার হস্তান্তর করা হবে।
পুঁজিবাজারে মনোস্পুল বাংলাদেশ পিএলসি তালিকাভুক্ত হয় ১৯৮৯ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৪ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৫ হাজার ১০১টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৪২.৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৯.৪১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৮.১৯ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।

Discussion about this post