শেয়ার বিজ ডেস্ক : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হলো ১৭তম স্থাপত্য প্রদর্শনী ২০২৫। প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের আয়োজিত এই প্রদর্শনীটি চলবে ২৪ আগস্ট থেকে ২৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী হলে।
প্রদর্শনীটি উদ্বোধন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদ, উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজির আহমেদের স্ত্রী হেলেন নাসরিন; বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আব্দুল খালেক; এবং ওআইএসসিএ-ইন্টারন্যাশনালের নির্বাহী সহ-সভাপতি নাগাইশি ইয়াসুয়াকি। স্থাপত্য বিভাগের সকল শিক্ষকবৃন্দও উপস্থিত ছিলেন। বিভাগের সভাপতি স্থপতি শাহরিয়ার ইকবাল রাজ অতিথিদের স্বাগত জানান এবং শিক্ষার্থী ও স্টুডিও ক্লাসের শিক্ষকদের পরিচয় করিয়ে দেন।
এই বছরের প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে ARC ১১১ কোর্সের শিক্ষার্থীদের প্রাথমিক একাডেমিক অন্বেষণ, ধারণার বিকাশ এবং সৃজনশীলতার সমন্বয়ে গঠিত নির্বাচিত কাজ। প্রদর্শিত কাজগুলো শিক্ষার্থীদের জ্ঞানতৃষ্ণা, বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা এবং বিকাশমান নতশা তৈরির দক্ষতার ধারণার প্রতিফলন ঘটিয়েছে।
স্থাপত্য বিভাগের জন্য গর্বের বিষয় যে, এক শিক্ষার্থীর কাজ উপাচার্যের বিশেষ প্রশংসা অর্জন করেছে। শিক্ষার্থীদের কাজ পর্যালোচনা করতে গিয়ে উপাচার্য বলেন, “এই শিক্ষার্থীরা সত্যিই সৃজনশীল ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছে — যা বিভাগের দূরদর্শী কাজের উৎকৃষ্ট উদাহরণ। তারা নতুন বিষয় নিয়ে ভাবে, তাদের মস্তিষ্ক যেন একেকটি ধাঁধার মতো কাজ করে।”
সাবেক সভাপতি বেনজির আহমেদ প্রদর্শনীতে উপস্থাপিত সৃজনশীলতার প্রশংসা করে বলেন, “নতুন সৃজনশীল ধারণাগুলো বাস্তবে পরিবর্তন এনেছে। প্রদর্শনীটি আমাকে সত্যিই মুগ্ধ করেছে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা অসাধারণ!”
ওআইএসসিএ-ইন্টারন্যাশনালের নির্বাহী সহ-সভাপতি নাগাইশি ইয়াসুয়াকি বলেন—“এটি আমার প্রথম স্থাপত্য প্রদর্শনীতে আগমন, এবং আমি তরুণ শিক্ষার্থীদের অসাধারণ উন্নতি দেখে সত্যিই মুগ্ধ।”
অনুষদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় প্রধান শাহরিয়ার ইকবাল রাজ বলেন: “এই প্রদর্শনী আমাদের শিক্ষার্থীদের মৌলিক নকশা দক্ষতা এবং সৃজনশীল সম্ভাবনার প্রমাণ। এটি কেবল তাদের কৃতিত্ব উদযাপন করে না বরং তাদের শিক্ষা যাত্রার শুরু থেকেই স্থাপত্য উৎকর্ষতা বিকাশের প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।”
যেসব শিক্ষার্থী তাদের কাজ প্রদর্শন করেছে, তাদের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা হলেন—সহযোগী অধ্যাপক স্থপতি মুজতবা আহসান, প্রভাষক স্থপতি আইদা হাসান,প্রভাষক স্থপতি একেএম সালেহ আহমেদ অনিক, নাবিল শহীদী, সিনিয়র লেকচারার (পার্ট টাইম অনুষদ), রেদোয়ান শহীদুল্লাহ বাশার, সিনিয়র লেকচারার (পার্ট টাইম অনুষদ), এশানা নূর মাসুদ, লেকচারার (পার্ট টাইম অনুষদ) এবং আনুশা আলমগীর লেকচারার (পার্ট টাইম অনুষদ)।
প্রদর্শনীটি স্থপতি, শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং পেশাদার ও অনুরাগী সকলের জন্য উন্মুক্ত। প্রদর্শনীতে সকলকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণতম ডিজাইনারদের সৃজনশীল কাজগুলো উপভোগ করার জন্য।
আরআর/

Discussion about this post