Print Date & Time : 27 August 2025 Wednesday 6:20 pm

নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় মসজিদে নারকীয় হামলা, নিহত ২৭

 শেয়ার বিজ ডেস্ক : নাইজেরিয়ার উত্তরাঞ্চলে ফজরের নামাজরত মুসল্লিদের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে সশস্ত্র ডাকাতরা। এ ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ভোরে কাটসিনা প্রদেশের এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে নামাজ পড়তে আসা মুসল্লিদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারীরা। খবর-বিবিসি।

ডাকাত দলের আক্রমণে এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বর্ণনা অনুযায়ী, ভোরে নামাজ আদায় করতে মুসল্লিরা মসজিদে একত্র হলে সেই সময় বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায়। হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।

এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং আরও হামলা রোধ করতে উঙ্গুয়ান মানতাউ গ্রামে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের কমিশনার।

আশঙ্কা করা হচ্ছে এই হামলায় নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয় সূত্র জানায়, উঙ্গুওয়ান মানতাউয়ের প্রত্যন্ত এই সম্প্রদায়ে মঙ্গলবার ভোর ৪টার দিকে মসজিদের ভেতরে বন্দুকধারীরা গুলি চালায়।

জানা গেছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলে প্রায়ই এ ধরনের হামলা হয়ে থাকে। সেখানে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানি সংক্রান্ত সীমিত সম্পদের অধিকার নিয়ে লেগেই থাকে বিরোধ ও সংঘর্ষ। গত জুন মাসে এমনই এক হামলায় দেশটির উত্তর-মধ্যাঞ্চলে শতাধিক মানুষ নিহত হন।

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম এবং উত্তর-মধ্য অঞ্চলে স্থানীয় পশুপালক ও কৃষকদের মধ্যে জমি ও পানি সংক্রান্ত সংঘাত ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সামপ্রতিক বছরগুলোতে এই দীর্ঘস্থায়ী সংঘাত বাড়ছে আরও মারাত্মকভাবে। কর্তৃপক্ষ ও বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, আরও বেশি সংখ্যক পশুপালক অস্ত্র ধারণ করছে, যার ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।