Print Date & Time : 27 July 2025 Sunday 5:40 am

নাটোরে ট্রাকচাপায় নিহত ১০ বছরের শিশু

প্রতিনিধি, নাটোর : নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকচাপায় রাবেয়া খাতুন নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের বাসিন্দা এবং স্থানীয় খেজুরতলা মসজিদের ইমাম হাফেজ রাজু আহমেদের মেয়ে।

স্থানীয়রা জানান, শিশু বারেয়া তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা বাজারে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটিকে জব্দ করে। এ ঘটনার পরই চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। শিশু রাবেয়ার অকাল মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।