Print Date & Time : 15 July 2025 Tuesday 5:49 am

নারায়ণগঞ্জে অবৈধ চুনাভাট্টি গুড়িয়ে দিল তিতাস

প্রতিনিধি, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিনটি অবৈধ চুনাভাট্টি গুড়িয়ে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চলে।

পিরোজপুর ইকোনোমিক জােনের পাশে ও ইকোনোমিকের বিপরীত পাশে থাকা অবৈধ চুনার ভাট্টিগুলো থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং গুড়িয়ে দেয়া হয়।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান ও তিতাসের সোনারগাঁ শাখার ম্যানেজার আনোয়ারুল আজিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি স্প্রে করে চুনা ভাট্রির মালামাল নষ্ট করা হয়। এছাড়া, ১২০ ভায়া বিশিষ্ট ফিট এমএস পাইপ জব্দ করা হয়।

এ সময় তিতাসের সোনারগাঁ শাখা ম্যানেজার আনোয়ারুল আজিম বলেন, অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে যারা অবৈধ সংযোগ দিচ্ছে বা দেয়ার সাথে সম্পৃক্ত আছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে এবং গ্যাস আইন ২০১০ এর ধারায় মামলার আমলে নেয়া হচ্ছে। রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে মোবাইল কোটের মাধ্যমে অভিযান চালিয়ে ৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষ।

এদিকে, গতকাল রোববার সকাল উপজেলার দাউদপুর এলাকায় ৫০০ অবৈধ চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান ও জোবিঅ টংগী জুনের ম্যানেজার মেজবাহর নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে এক হাজার ফুট হোস পাইপ জব্দ করা হয়।