নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া বাজারের সামনে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনা স্হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কারখানার বিভিন্ন স্হান থেকে এখনো ধোয়া বের হচ্ছে। এতে কোন প্রাণ হানীর ঘটনা ঘটেনি।
এবিষয়ে ফায়ার সার্ভিসের অফিসার ইনচার্জ আব্দুল হালিম বলেন, দুইটি ইউনিট অক্লান্ত চেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখনও কোন কোন স্হানে ধোয়া বের হচ্ছে। প্লাস্টিক কারখানা হওয়ায় আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে যায় ও ক্ষয়ক্ষতি হয়।

Print Date & Time : 19 November 2025 Wednesday 6:55 pm
নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন
সারা বাংলা ♦ প্রকাশ: