Print Date & Time : 18 August 2025 Monday 11:33 am

নারায়ণগঞ্জে ৩ চুনার ভাট্টারির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে তিনটি চুনা ভাট্টি ও দুটি হোটেলের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। দুইটি হোটেল তিন লাখ টাকা জরিমানা করেন তিতাস কতৃপক্ষ।

আজ রোববার (১৭ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইকনোমিক জোনের গেটের পুর্ব পাশে একটি এবং জােনের পশ্চিম পাশে ও জোনের বিপরীত পাশে দুটি, মোট তিনটি চুনা ভাট্রি গুড়িয়ে দেন। এবং হোটেল দিশারী, হোটেল হিরাঝিলকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।

ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ও স্প্রে করে চুনা ভাট্রির মালামাল নষ্ট করা হয় এবং এস্কেভেটর দিয়ে মালামাল গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও ১.৫ পিভিসি পাইপ উৎসস্থল বিনষ্ট করা হয়। প্রতিটি অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট হতে কিলিং ক্যাপিং করা হয়।

তিতাস কতৃপক্ষ জানিয়েছে সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত আছে।