নিজের স্ত্রী কন্যার ছবি শেয়ার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কখনো কখনো তিনি এবং তার স্ত্রী ভাবেন, তাদের কন্যার জন্য আজকের পৃথিবী কতটা ভিন্ন, এটি তাদের প্রজন্মের বেড়ে ওঠার সময় ছিল না।
এছাড়াও ডিজিটাল দুনিয়া এখন মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রাষ্ট্রের বৈশ্বিক পর্যায়ের সম্পৃক্ততা, সবকিছুতেই ব্যাপক প্রভাব বিস্তার করছে বলে জানান তিনি।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, প্রযুক্তি যে গতিতে বিশ্বকে এবং বাংলাদেশকে পাল্টে দিয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তিনি বলেন, কখনো কখনো তিনি এবং তার স্ত্রী ভাবেন, তাদের কন্যার জন্য আজকের পৃথিবী কতটা ভিন্ন, এটি তাদের প্রজন্মের বেড়ে ওঠার সময় ছিল না।
প্রতিটি অভিভাবকের মতো তাদের মনেও একইসঙ্গে আশা ও উদ্বেগ—দুটোই কাজ করে, কারণ সুযোগ যত বেড়েছে, হুমকিও ততই বেড়েছে।
তারেক রহমান বলেন, বাংলাদেশ যদি সামনে এগিয়ে যেতে চায়, তাহলে দেশের মেয়েরা, কন্যাশিশু, তরুণী, মা, বোন, সহকর্মী কেউই যেন ভয়ের মধ্যে আর বাঁচতে না হয়।
প্রতিদিন অসংখ্য নারী হেনস্তা, ভয়ভীতি, বুলিং ও সহিংসতার মুখে পড়ছেন শুধু কথা বলার জন্য, কাজ করার জন্য, পড়াশোনা করার জন্য বা মুক্তভাবে বাঁচার জন্য।
প্রিন্ট করুন











Discussion about this post