Print Date & Time : 15 November 2025 Saturday 5:57 pm

নাশকতার চেষ্টায় রাজধানীতে আটক আ.লীগের ৫ কর্মী

শেয়ার বিজ ডেস্ক : ‎রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎শুক্রবার (১৪ নভেম্বর) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতাররা হলো- তৃণমূল জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সদস্য রুহল আমিন, বাগেরহাট জেলা মংলা উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহিদুল ইসলাম, গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাথী আক্তার ও ঢাকা জেলা কেরানীগঞ্জ থানার কালিন্দী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি কামাল হোসেন।

‎ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সক্রিয় সদস্য। ঢাকায় নাশকতা ও ঝটিকা মিছিল করার পরিকল্পনার সময় তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এস এস/