Print Date & Time : 23 September 2025 Tuesday 1:00 am

নিখোঁজের ৩ দিন পর কিশোরের লাশ উদ্ধার

 

প্রতিনিধি রংপুর : রংপুরের পীরগাছায় নিখোঁজের তিন দিন পর ধানক্ষেত থেকে মাসুদ রানা (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওলা ইউনিয়নের পশ্চিম ব্রাহ্মণীকুন্ডা কানিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুদ ওই গ্রামের মৃত রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফেরেননি। এরপর থেকে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান পায়নি পরিবারের লোকজন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় এক নারী ঘাস কাটতে গিয়ে ধানক্ষেতে মরদেহ দেখতে পান। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পরিবারের দাবি, প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্বের কারণে মাসুদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। স্থানীয়রাও ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে দ্রুত তদন্ত ও দায়ীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) নূর আলম বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া বলেন, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এস এস