স্বরূপ ভট্টাচার্য, চট্টগ্রাম : শাকসবজি, মাছ আর চালের বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রামের মানুষ। বাজারে বেশির ভাগ সবজি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৯০ টাকায়। শুধু বাজারে নয়, নগরীর সবজির ভ্যানগুলোয়ও কয়েক মিটারের ব্যবধানে এক এক ভ্যানগাড়িতে সবজির দাম ৫ থেকে ১০টাকা বেশি হাঁকছে ব্যবসায়ীরা। এদিকে প্রচুর ইলিশ ধরা পড়া পড়লেও চড়া দামেই বিক্রি হচ্ছে ইলিশ।
শনিবার ও গতকাল রোববার নগরীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
নগরীর কাজীর দেউড়ি বাজার, রেয়াজউদ্দিন বাজার, কর্ণফুলী কাঁচাবাজার, চকবাজার, এবং বহদ্দার হাট কাঁচা বাজার ও মাছের বাজার ঘুরে দেখা গেছে, নগরীর বাজারগুলোয় বেগুন প্রতিকেজি ৭০ থেকে ১২০ টাকা, বরবটি ৭০ থেকে ১০০ টাকা, পটোল ৬০ থেকে ৮০ টাকা, কাঁকরোল ৭০ থেকে ৯০ টাকা, ধুন্ধল ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, কচুর ছড়া ৫০ থেকে ৭০ টাকা, কচুর লতি ৬০ থেকে ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকায়, করলা ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ১৬০ থেকে ২০০ টাকা, টমেটো মানভেদে ১২০ থেকে ২০০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। শুধু কাঁচা পেপে বিক্রি হয় ৫০ টাকার কমে ২০ থেকে ৩০ টাকায়।
শাকের আঁটির দামও বেড়েছে বাজারগুলোয় সপ্তাহ খানেক আগে প্রায় সব শাকের আঁটি ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হলেও গতকাল সব শাকের আঁটি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আলুর দামও কয়েক দিনের ব্যবধানে কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে। গতকাল খুচরো বাজারে আলু বিক্রি হচ্ছিল ২২ থেকে ২৫ টাকায়, যা বৃহস্পতিবারও বিক্রি হয়েছিল ২০ টাকায়। পেঁয়াজের দাম কিছুটা কমে মানভেদে এখনও ৭৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকায়, সোনালী মুরগি ৩০০ থেকে ৩২০ টাকায় এবং দেশি মুরগি ৫৯০ থেকে ৬০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এসব বাজারে প্রতি কেজি রুই মাছ (আকারভেদে) ৩৮০ থেকে ৫৪০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ১২০০ টাকা, চাষের শিং মাছ ৩০০ থেকে ৫০০ টাকা, কাতাল ৩৮০ থেকে ৫৪০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২৪০ টাকায়, কাচকি ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছিল।
বাজারে গরুর মাংস প্রতিকেজি ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এসব বাজারে দেশি আদা কেজিতে কিছুটা কমে ১২০-১৩০ টাকা, চায়না আদা ২০০ টাকা, রসুন দেশি ১২০ টাকা ও ভারতীয় ১৪০-১৫০ টাকা, দেশি মসুর ডাল ১৬০ টাকা, মোটর ডাল ৭০-৮০ টাকা ও মুগডাল ১৭০-১৮০ টাকায় বিক্রি হচ্ছিল।
বাজারে মিনিকেট চাল মানভেদে ৮৫ থেকে ৯০ টাকা, নাজিরশাইল ৮৫ থেকে ৯০ টাকা, স্বর্ণা ৫৭ টাকায় প্রতিকেজি বিক্রি হচ্ছে। লাল ডিম ডজন বিক্রি হচ্ছে ১৩০-১৩৫ টাকা, দেশি মুরগীর ডিম হালি ১০০ টাকা, হাঁসের ডিম ২০০-২১০ টাকায় ।
এদিকে নদী ও সমুদ্রে প্রচুর ইলিশ মাছ ধরার খবর পাওয়া গেলেও বড় ইলিশ দেড় কেজির ওপরে বিক্রি হয় প্রতি কেজি ২৪০০ টাকায়, এক কেজি সাইজের প্রতিকেজি ১৯০০-২১০০ টাকায়, আধা কেজি সাইজের ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকায় বিক্রি হচ্ছিল। এমনকি ছয় ইঞ্চি সাইজের ইলিশ ৫০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হচ্ছিল।

Discussion about this post