শেয়ার বিজ ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শুক্রবার শরীয়তপুরের নড়িয়ার সুরেশ্বর দরবার শরিফ জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে আছেন। যারা আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা করবে এবং আইনশৃঙ্খলা অবনতি করার চেষ্টা করবে, তাদের কঠোর হাতে দমন করা হবে। এছাড়া যারা অনৈতিক দাবি নিয়ে নির্বাচন বানচাল করার চেষ্টা করবে, তাদের এই সরকার কঠোর হাতে দমন করবে।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা পতিত স্বৈরাচারের পার্টি, তারা নিজেরাই নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। তারা পলিটিক্যালি শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, কিন্তু তারা সেটা না করে তাদের সরকার ও তাদের কর্মীরা সবাই রাইফেল-পিস্তল নিয়ে নেমেছে বাচ্চাকাচ্চা ছেলেদের খুন করার জন্য।
প্রেস সচিব বলেন, তারা ভেবেছিল অনেক লোককে খুন করলে ১৫ বছর চুপ ছিল, আরও ১৫ বছর সবাই চুপ থাকবে। এখন নিজেরাই তারা নিজেদের আউট করে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। কোনো অবস্থায় তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কোনো সন্ত্রাসী দল দেশে নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগ বিভিন্ন সময় বিএনপির ওপর হামলা চালিয়েছে, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লোকজনদের নির্বিচার হত্যা করেছে। তাদের সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করা হয়েছে।’
প্রিন্ট করুন










Discussion about this post