নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) ২০২৫ থেকে ২০২৭ মেয়ারে কার্যনির্বাহী কমিটির স্য অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বাতিলের উদ্দেশ্যে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ উঠেছে।
গত ১৬ জুলাই রাজধানীর সিরডাপ মিলনায়তনে শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মহিউদ্দিন-মুকিত এবং আফরোজা-মোয়াজ্জেম প্যানেল দুটি প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ১১০ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুই প্যানেলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয় এবং উভয় পক্ষের সম্মতিতে খসড়া ফলাফলে স্বাক্ষর নেয়া হয়।
নির্বাচনের ফলে মহিউদ্দিন-মুকিত প্যানেল থেকে ডা. শেখ মহিউদ্দিন সভাপতি এবং ডা. আব্দুস সবুর সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন। অন্যদিকে আফরোজা-মোয়াজ্জেম প্যানেল সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে জয়লাভ করে।
নির্বাচন শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার বিরুদ্ধে আফরোজা-মোয়াজ্জেম প্যানেলের পক্ষ থেকে আপিল করা হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর রাত সাড়ে ৮টার দিকে আপিল গ্রহণ করায় তা নিয়মবহির্ভূত এবং আপিল বোর্ড এখতিয়ার ছাড়িয়ে গেছে।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন হয়েছে এবং গণমাধ্যমেও এই তথ্য প্রচারিত হয়েছে। ফলে নির্বাচন পরবর্তী এই আপিলকে অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস হিসেবে দেখছেন।
ভোটারদের রায়কে অমান্য করে সিন্ডিকেট চক্র নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করে সংশ্লিষ্টরা জানান, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে এবং নির্বাচনের প্রকৃত রায় অক্ষুণœ রাখা হবে বলে তারা আশা প্রকাশ করেন।