Print Date & Time : 15 November 2025 Saturday 7:52 pm

নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের সময়সীমা বাড়ল

নিজস্ব প্রতিবেদক : উপযুক্ত ২৮ মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের তথা স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন এবং সমন্বয়ের সময়সীমা শর্তসাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির গত রোববার ও গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত ৯৮২তম ও ৯৮৪তম কমিশন সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের কাছে দাখিলকৃত বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয়-সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনাপূর্বক নিম্নের এই ২৮ বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানগুলো হলোÑএআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইউসিবি স্টক ব্রোকারেজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, জিএসপি ইনভেস্টমেন্ট, অগ্রণী ইক্যুইটি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল, ইসি সিকিউরিটিজ, যমুনা ব্যাংক ক্যাপিটাল, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এসবিএল ক্যাপিটাল, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, ইবিএল ইনভেস্টমেন্ট ও এমটিবি ক্যাপিটাল।

উল্লেখ্য, উপযুক্ত স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাদের নেগেটিভ ইকুইটি এবং আনরিয়েলাইজড লসের প্রভিশন ও সমন্বয়ের সময়সীমা কতিপয় শর্তসাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে বর্ধিত সময়কালে প্রভিশন সংরক্ষণ এবং সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতি-সংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে। এতদ-সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইটের Securities Laws মেনুর Securities Laws, Rules, Regulations সাবমেনুতে পাওয়া যাবে।