শেয়ার বিজ ডেস্ক : ১৮ নভেম্বর ভারতের সঙ্গে ম্যাচের আগে আজ (১৩ নভেম্বর) প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে পরীক্ষা-নিরীক্ষা চালাবেন কোচ কাবরেরা। তাই একাদশের বাইরে আরও ছয় জনকে বদলি হিসেবে খেলানোর পরিকল্পনা আগে থেকেই প্রকাশ করেছেন তিনি। জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়।
এই প্রীতি ম্যাচে কানাডা প্রবাসী মিডফিল্ডার শমিত শোমকে শুরুর একাদশে সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ যাত্রা শেষে মাত্র একবার দলের সঙ্গে অনুশীলন করার কারণে কোচ হাভিয়ের কাবরেরা তাকে একাদশে রাখেননি। তবে লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী আজ শুরু থেকে খেলবেন। সঙ্গে থাকবেন তারকা মিডফিল্ডার জামাল ভূঁইয়া।
বাংলাদেশ একাদশ। গোলরক্ষক থাকবেন মিতুল মারমা। রক্ষণ তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন। মধ্যমাঠে খেলবেন হামজা চৌধুরী, সোহেল রানা, জামাল ভূঁইয়া, সোহেল রানা জুনিয়র। আক্রমণে থাকবেন রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post