Print Date & Time : 22 July 2025 Tuesday 3:47 pm

পঞ্চগড়ে জেলা আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ উদ্বোধন

প্রতিনিধি, পঞ্চগড় : দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ নামে বিচারপ্রার্থী বিশ্রামগার স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে গতকাল সোমবার পঞ্চগড় জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জর উদ্বোধন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ন্যায়কুঞ্জের উদ্বোধন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম।

ন্যায়কুঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি কেএম হাফিজুল আলম বলেন, বিচারপ্রার্থীদের আদালত প্রাঙ্গণে অবস্থানকালে স্বস্তি ও তথ্য সহায়তা য়োর জন্য এই ‘ন্যায়কুঞ্জ’ বিশ্রামাগার এবং তথ্য ও সেবা কে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এখানে তারা প্রয়োজনীয় সহায়তা পাবেন এবং জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমেও সহায়তা নিতে পারবেন। ন্যায়কুঞ্জে মিনি কনফেকশনারি, পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুম ব্যবস্থা, শিশুদের জন্য মাতৃুগ্ধ পানকে এবং বিশ্রামের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ন্যায়কুঞ্জ ন্যায়ের প্রতীক এবং এই ন্যায়কুঞ্জে মানুষ বিশ্রাম করতে পারবে। তিনি ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারক ও আইনজীবীদের অঙ্গীকার ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মোহা. ইমদাদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন মন ট্রাইব্যুনালের বিচারক মাসু পারভেজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম রেজাউল বারী, মো. কামরুজ্জামান এবং অন্যান্য বিচারক, জেলা আইনজীবী সমিতির অ্যাডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব-উল-হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার লিমেন্ট রায়, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মাজিদুর রহমান, সরকারি কৌঁসুলি আব্দুল বারী, স্পেশাল পাবলিক প্রসিকিউটর জাকির হোসেন, আইনজীবী, স্থানীয় সংবাদমাধ্যমকর্মীসহ অন্যান্য অতিথি। পরে আদালত চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়েছে।