Print Date & Time : 15 August 2025 Friday 2:43 am

পটুয়াখালীতে ডেঙ্গুতে সাংবাদিকের স্ত্রীর মৃত্যু

প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে কর্মরত দেনিক বাংলাদেশ প্রতিদিন ও বিডি নিউজ টুয়ান্টি ফোর ডট কমের জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দাস লিটুর স্ত্রী বিথি সরকার (৩২) মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর রাতে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অসস্থায় মারা গেছেন। মৃত্যুকালে স্বামী, পুত্র-কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে স্থানীয় মহাশ্মশানে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

পারিবারিক সূত্র জানায়, গত রোববার বিথি জ্বরে আক্রান্ত হন। বুধবার চিকিৎসকের সরাপন্ন হলে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়া হয়। পরে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার আরও অবনতি হয়। আইসিইউ না থাকায় পরবর্তিতে তাকে জরুরি ভিত্তিতে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিথি সরকারের মৃত্যুতে পটুয়াখালী প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 

পটুয়াখালীর দুমকিতে ওসির বাসায় চুরি

প্রতিনিধি, পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি থানা ভবন সংলগ্ন পুলিশ কর্মকর্তার বাসায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র গেটের তালা ভেঙে বাসায় ঢুকে আলমিরা ও ওয়ারড্রপ থেকে নগদ ২৫ হাজার টাকা ও চারভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুমকি থানার সাবেক (ওসি) শাহনেওয়াজের ৫তলা ভবনে এ দুঃসাহসিক চুুরি সংঘটিত হয়েছে। সিলেট রেঞ্জের কর্মরত পুলিশ কর্মকর্তা শাহনেয়াজের স্ত্রী গৃহকত্রী শাহনাজ বেগম জানান, ৫-৬ দিন আগে থানা ভবনের পাচিল ঘেষা তার ৫ তলা ভবনের চতুর্থ তলার বাসাটি তালাবদ্ধ রেখে তারা স্বপরিবার ঢাকা যান। বুধবার সকালে দুমকি এসে বাসার দরজা খোলা দেখতে পান। ভেতরে ঢুকে আলমারী ও ওয়ারড্রপ ভাঙ্গা, মালামাল ওলট-পালট দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। ওই ভবনের পাশ্ববর্তী ফ্লাটের ভাড়াটিয়াদের ডাকাডাকি করলেও ৩য় তলায় বসবাসরত ভাড়াটিয়াদের বাহির থেকে দরজা আটকে দেয়া হয়। চোরচক্র বাসার আলমীরা ও ওয়ারড্রপ ভেঙ্গে নগদ ২৫ হাজার টাকা ও  চার ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। থানা ভবনের আশপাশে এভাবে চুরির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।