প্রতিনিধি, পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘জুলাই গণ-অভ্যুত্থান’ এর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও পবিপ্রবি ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারানা রহমান। ডেপুটি রেজিষ্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো ও ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা জনি, পবিপ্রবি ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক রায়হান সরকার হীরা প্রমুখ।

Discussion about this post