মো. তারেক উদ্দিন: পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনযাপনের দৃঢ় প্রত্যয় নিয়ে আগামী ১৯ ডিসেম্বর, শুক্রবার ঢাকার হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর দ্য আর্থ ২০২৫’। আয়োজনটির উদ্যোগে রয়েছে The Athlete X।
এই ম্যারাথনে সারা দেশ থেকে ২,৫০০-এরও বেশি নিবন্ধিত দৌড়বিদের অংশগ্রহণ প্রত্যাশিত। দৌড়বিদদের পাশাপাশি ফিটনেস কমিউনিটি, যুব সংগঠন, পরিবার, পরিবেশ-সচেতন নাগরিক এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রতিনিধিরাও এতে যুক্ত হবেন যা এই আয়োজনকে টেকসই উন্নয়নের পক্ষে একটি সম্মিলিত আন্দোলনে পরিণত করবে।
আয়োজকদের মতে, টেকসইতা ও পরিবেশগত দায়বদ্ধতা The Athlete X-এর প্রতিটি উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই আয়োজনের মাধ্যমে তারা সবুজ আন্দোলন ও টেকসই উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও জোরদার করতে চান এবং মানুষকে আরও স্বাস্থ্যসম্মত ও দায়িত্বশীল জীবনধারা গ্রহণে উৎসাহিত করতে চান।
টেকসই উন্নয়নকে ঘিরে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মনোযোগের সঙ্গে সামঞ্জস্য রেখে এই আয়োজনে নেওয়া হয়েছে নানামুখী পরিবেশবান্ধব উদ্যোগ। এর মধ্যে রয়েছে পুনর্ব্যবহারযোগ্য দৌড়ের জার্সি ব্যবহার, প্লাস্টিকের বদলে কাগজের কাপের মাধ্যমে পানি সরবরাহ, ছাপানো পোস্টারের পরিবর্তে ডিজিটাল বোর্ড, এবং দৌড় পথজুড়ে পাট ও তুলার কাপড় দিয়ে তৈরি সাজসজ্জা। আয়োজনের প্রতিটি ধাপ পরিবেশের ওপর প্রভাব কমানোর লক্ষ্যে পরিকল্পিতভাবে নকশা করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রান ফর দ্য আর্থ ২০২৫’ কেবল একটি দৌড় নয়—এটি সবুজ পৃথিবী বিনির্মাণে একটি সম্মিলিত প্রয়াস।
“রান ফর দ্য আর্থ ২০২৫”-এর করপোরেট অ্যাম্বাসেডর হিসেবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, টেকসইতা নীতিপত্রের সীমা ছাড়িয়ে বাস্তব অনুশীলনে পরিণত হওয়া প্রয়োজন। ‘রান ফর দ্য আর্থ’ করপোরেট জগতের প্রতি একটি স্পষ্ট বার্তা দেয় পরিবেশগত দায়বদ্ধতা, কর্মীদের সুস্থতা এবং কমিউনিটি সম্পৃক্ততা- এই প্রত্যেকটি বিষয় একইসঙ্গে ও নির্বিঘ্নে বাস্তবায়ন করা সম্ভব। এ ধরনের উদ্দেশ্যনির্ভর উদ্যোগ ব্যবসা ও সমাজ উভয়ের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করে এবং আরও সুস্থ ও সামাজিকভাবে দায়িত্বশীল কর্মশক্তি গড়ে তুলতে সহায়তা করে।
প্রিন্ট করুন











Discussion about this post