Print Date & Time : 9 August 2025 Saturday 8:16 pm

পাঁচ কোম্পানির ক্যাশ ফ্লো বেড়েছে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে ৯ মাসে কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বা ক্যাশ ফ্লো বেড়েছে পাঁচটি কোম্পানির। বিপরীতে কমেছে পাঁচটি কোম্পানির এবং একটি কোম্পানি ক্যাশ ফ্লো প্রকাশ করেনি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ক্যাশ ফ্লো বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলোÑআমরা টেকনোলজিস, এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, জেনেক্স ইনফোসিস ও আইটি কনসালট্যান্টস।
আমরা টেকনোলজিস: তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে এক টাকা ৩৩ পয়সা, আগের বছর যা ছিল ৫৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৭৭ পয়সা।
এডিএন টেলিকম: তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে দুই টাকা ৭৭ পয়সা, আগের বছর যার পরিমাণ ছিল এক টাকা ৮২ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ৯৫ পয়সা।
অগ্নি সিস্টেমস: তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে এক টাকা ২৬ পয়সা, আগের বছর যা ছিল এক টাকা ১৫ টাকা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১১ পয়সা।
জেনেক্স ইনফোসিস: তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে চার টাকা ০৯ পয়সা, আগের বছর যার পরিমাণ ছিল দুই টাকা ৬৯ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে এক টাকা ৪০ পয়সা।
আইটি কনসালটেন্টস: তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে চার টাকা ১০ পয়সা, আগের বছর যা ছিল তিন টাকা ৯৪ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরে কোম্পানিটির ক্যাশ ফ্লো বেড়েছে ১৬ পয়সা।