Print Date & Time : 26 August 2025 Tuesday 5:46 pm

পাকিস্তান সেনাবাহিনী ‘জাতীয় স্থিতিশীলতার স্তম্ভ’: চীন

 শেয়ার বিজ ডেস্ক : চীন আবারও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীকে আঞ্চলিক স্থিতিশীলতার মূল অবদানকারী ও চীন-পাকিস্তান সম্পর্ক জোরদারের নির্ভরযোগ্য অংশীদার বলে উল্লেখ করেছে। এ খবর দিয়ে অনলাইন জিও নিউজ বলছে, গত ২১ আগস্ট চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের বৈঠকের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করে এসব কথা বলেছে

বিবৃতিতে বলা হয়, পাকিস্তান সেনাবাহিনী জাতীয় স্থিতিশীলতার স্তম্ভ এবং পাকিস্তান-চীন বন্ধুত্ব ও সহযোগিতার এক শক্তিশালী অভিভাবক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলা হয়, ওয়াং ই বৈঠকে উল্লেখ করেন পাকিস্তান সেনা নেতৃত্ব সব সময় দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে মুখ্য ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, বিশ্বে বাড়তে থাকা অনিশ্চয়তার প্রেক্ষাপটে পাকিস্তান-চীন সম্পর্ককে মজবুত করা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য অত্যন্ত লাভজনক। চীনা মন্ত্রী পুনরায় আশ্বস্ত করেন, পাকিস্তান তাদের কূটনীতিতে সবসময়ই চীনের অগ্রাধিকারের তালিকার শীর্ষে রয়েছে। তার ভাষায়, কঠিন সময় সত্ত্বেও পাকিস্তান-চীন সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

ওয়াং ই ঘোষণা করেন, চীন পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ সহায়তা অব্যাহত রাখবে এবং ইসলামাবাদের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান ভূমিকারও প্রশংসা করেন।

অন্যদিকে ফিল্ড মার্শাল আসিম মুনির চীনকে পাকিস্তানের ‘আয়রন ব্রাদার’ বলে অভিহিত করেন। তিনি বলেন, দুই দেশ সব সময় পরস্পরের সুখে-দুঃখে পাশে থেকেছে। তিনি পাকিস্তান-চীন কৌশলগত অংশীদারিত্বকে ‘শিলার মতো দৃঢ়’ বলে বর্ণনা করেন এবং বলেন, চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা পাকিস্তানি জাতির সর্বসম্মত অবস্থান। তিনি পাকিস্তানের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীনা নেতৃত্বের মূল্যবান অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন পাকিস্তান সন্ত্রাসবিরোধী সহযোগিতা এবং নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।