Print Date & Time : 17 November 2025 Monday 1:18 am

পাবনায় গড়ে উঠছে আন্তর্জাতিক মানের সাইকিয়াট্রিক ইনস্টিটিউট: গণশিক্ষা উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, দেশের মানসিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে পাবনা মানসিক হাসপাতালকে আন্তর্জাতিক মানের আধুনিক সাইকিয়াট্রিক ইনস্টিটিউটে রূপান্তরের পরিকল্পনা সরকার অনুমোদন করেছে।

আজ রোববার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি) আয়োজিত পুরস্কার প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথে জায়গার সংকট থাকায় সাইকিয়াট্রি শিক্ষা, গবেষণা ও সেবার সম্প্রসারণে দীর্ঘদিন ধরে সমস্যা দেখা দিচ্ছে। পাবনার অবকাঠামো ও উন্নত যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে একটি আন্তর্জাতিক মানের নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে তিনি আরো বলেন, সাইকিয়াট্রি বিষয়ে প্রতিশ্রুতিশীল গবেষকদের পুরস্কৃত করা ভবিষ্যতে তাদের আরো উৎসাহিত করবে এবং এ খাতে দেশের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে সহায়তা করবে।

উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত সাইকিয়াট্রিস্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এটি আমার কাছে নিজের ঘরে ফেরার মতো অনুভূতি।

তিনি অংশগ্রহণকারীদের প্রতি পেশাগত মনোভাব বজায় রেখে ঐক্যবদ্ধভাবে সাইকিয়াট্রি চর্চার অগ্রগতি অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম, অধ্যাপক ডা. রেজাউল করিম, অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার এবং ডা. রওশন আরা বেগম।

এস এস/