নিজস্ব প্রতিবেদক : হাইটেক পার্কে অফিস স্পেস ভাড়া নেয়ার ক্ষেত্রে ভাড়ার হার তুলনামূলকভাবে কম থাকলে হাইটেক পার্কে অফিস নেয়ার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে বলে মনে করেন তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা। এতে অল্প সময়ের মধ্যেই দেশের সব হাইটেক পার্কে প্লট ভাড়া নেয়ার জন্য আগ্রহ তৈরি হবে বলে মনে করছেন তারা। একই সঙ্গে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক অফিসগুলো হাইটেক পার্কে স্থানান্তরিত হওয়ার জন্য উৎসাহিত হবে।
গত বুধবার ঢাকার আওগারগাঁওয়ে আইসিটি ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতের উদ্যোক্তারা এসব কথা বলেন। হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক একেএম আমিরুল ইসলাম বৈঠকে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ই-কমার্সভিত্তিক উদ্যোগ চালডাল ডটকমের প্রতিষ্ঠাতা জিয়া আশরাফসহ এ খাতের আরও বেশ কয়েকজন উদ্যোক্তা উপস্থিত ছিলেন। যশোরের সফটওয়্যার টেকনোলজি পার্কে চালডালের দুটি স্পেস রয়েছে। অনুষ্ঠানে জিয়া আশরাফ বলেন, আমরা চাই বাংলাদেশে হাইটেক পার্কের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে দেশের সব টেক কোম্পানিগুলো একটি সমন্বিত প্ল্যাটফর্ম থেকে কার্যক্রম পরিচালনা করুক, যাতে তারে ব্যবসায়িক উন্নয়ন ঘটে এবং দেশের সামগ্রিক টেক ইনফ্রাস্ট্রাকচারের অগ্রগতি নিশ্চিত হয়।
এ সময় দেশের বিভিন্ন অঞ্চলের হাইটেক পার্কে অবস্থানরত উদ্যোক্তা বৈঠকে অংশ নেন। তারা ভাড়া-সংক্রান্ত কিছু প্রস্তাবনা তুলে ধরেন। এসব প্রস্তাবনার মধ্যে রয়েছে, হাইটেক পার্কে অফিস স্পেস বরাদ্দের ক্ষেত্রে ভাড়ার হার প্রতি বর্গফুটে ১০ থেকে ১২ টাকা (সার্ভিস চার্জসহ) নির্ধারণ করলে ভালো হয়।
এই হার আগামী তিন বছর পর্যন্ত অপরিবর্তিত রাখার প্রস্তাব করেন তারা। পরবর্তী সময়ে প্রতি তিন বছর অন্তর ভাড়ার পরিমাণ ১০ শতাংশ হারে বৃদ্ধি করার বিষয়েও মত দেন তারা।
চুক্তি-সংক্রান্ত প্রস্তাবনা: চুক্তিটি অবশ্যই সরাসরি হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে সম্পাদিত হতে হবে, কোনো প্রপার্টি ম্যানেজমেন্ট কোম্পানি বা তৃতীয় পক্ষের মাধ্যমে নয়। আমরা সরকারের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ হতে চাই। বিদ্যুৎ বিল-সংক্রান্ত আলাপ-আলোচনাও হয় বৈঠকে।
তারা বলেন, শুরু থেকেই আমরা সম্মিলিতভাবে হাইটেক পার্কের উন্নয়নে কাজ করে আসছি। সেই ধারাবাহিকতায় আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি প্রস্তাবিত ভাড়ার হার অনুমোদন করার জন্য, যাতে আমরা দীর্ঘ মেয়াদে হাইটেক পার্কে আমাদের অফিস কার্যক্রম পরিচালনা করতে পারি এবং হাইটেক পার্কের রক্ষণাবেক্ষণে সক্রিয়ভাবে ভূমিকা রাখতে পারি।

Discussion about this post