শেয়ার বিজ ডেস্ক : শেষ মুহূর্তে পালমেইরাস ডিফেন্ডার আগুস্তিন জিয়াইয়ের আত্মঘাতী গোলে ফিফা ক্লাব বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট চেলসি।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল ফিল্ডে কোয়ার্টার ফাইনালে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। এই জয়ের ফলে চেলসি সেমিফাইনালে ব্রাজিলের আরেক ক্লাব ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে।
চেলসির জয়টি নাটকীয়ই বটে। ৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলে সমতায় থাকা ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এক আত্মঘাতী গোল। চেলসির ফরাসি ডিফেন্ডার মালো গুস্তো শট নিলে পালমেইরাসের ডিফেন্ডার ও গোলকিপারসহ একাধিক খেলোয়াড়ের গায় ছুঁয়ে বল জালে জড়িয়ে যায়।
ম্যাচের ১৬তম মিনিটে চেলসি এগিয়ে যায় কোল পালমারের গোলে। ট্রেভোহ চালোবার পাস থেকে বল পেয়ে বুদ্ধিদীপ্ত শটে গোল করেন চেলসির ২৩ বছর বয়সী অ্যাটাকার। ৫৩তম মিনিটে সেই গোলটি পরিশোধ করেন এই গ্রীষ্মেই চেলসিতে নাম লেখাতে যাওয়া ১৮ বছর বয়সী এস্তেভাও। কোনাকুনি শটে নেয়া গোলে ভবিষ্যতের দলকেই হতাশায় ডোবান। যদিও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে চেলসিই। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে শর্ট কর্নারের বল প্রথমে পালমেইরাস ডিফেন্ডার অগাস্তিন গিয়ার গায়ে লাগার পর গোলকিপার ওয়েভারটনকে ছুঁয়ে আশ্রয় নেয় জালে। ফিফা এটিকে ওয়েভারটনের আত্মঘাতী গোল হিসেবে দেখিয়েছে।
চেলসিকে সেমিফাইনাল খেলতে খুব বেশিদূর ভ্রমণ করতে হবে না, কারণ সেমিফাইনাল ম্যাচটি নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে, যা ফিলাডেলফিয়া থেকে কাছেই।
চেলসি সেমিফাইনালে ওঠায় এটা নিশ্চিত হলো যে, সেমিফাইনালের চার দলের তিনটিই ইউরোপের। শনিবার রাতে ও রোববার সকালে অন্য দুই কোয়ার্টার ফাইনালের চার দলই ইউরোপের। সেখান থেকে ইউরোপের দুটি দলই উঠবে সেমিতে। পিএসজির প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড।
শুক্রবার রাতের ম্যাচে বেঞ্চ থেকে উঠে এসে ফ্লুমিনেন্সকে জেতান হারকিউলিস। ৪০তম মিনিটে মার্টিনেলি লিমার গোলে লিড নেয় ফ্লুমিনেন্স। এর ১১ মিনিট পর ম্যাচে সমতা আনেন আল হিলালের মার্কোস লিওনার্দো। শেষ ষোলোয় ম্যানচেস্টার সিটিকে বিদায় করার পথে লিওনার্দো করেছিলেন জোড়া গোল। যদিও শেষ আটে তিনি দলকে জেতাতে পারেননি। ৭০তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় হারকিউলিসের গোল।
আরআর/

Discussion about this post