প্রতিনিধি, পিরোজপুর : পিরোজপুরে রোকেয়া বেগম নামে এক বৃদ্ধাকে তার নিজের ঘরে গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে। পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রোকেয়া বেগম পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ভৈরমপুর গ্রামের মো. মোক্তার হাওলাদারের স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকাল ৯টায় ভুক্তভোগী বৃদ্ধার চাচাতো দেবরের স্ত্রী হাওয়া বেগম ঘরের বাইরের বাতি জ্বালানো দেখতে পেয়ে বৃদ্ধাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে ঘরের কাছে গিয়ে দরজা বন্ধ পান। পরে পেছনের খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে মেঝেতে বৃদ্ধার জবাই করা রক্তাক্ত মরদেহ দেখেন। এরপর তিনি ওই বৃদ্ধার নাতি আমিনুল ইসলামকে ফোন দেন। আমিনুল ইসলাম এসে পুলিশে খবর দেন।
বৃদ্ধার নাতি আমিনুল ইসলাম বলেন, আমাকে বাড়ি থেকে ফোন করে জানানো হয়, দাদিকে গলা কেটে মেরে ফেলেছে। আমি এসে দেখি পেছনের দরজা খোলা মাঝের ঘরে গলাকাটা অবস্থায় দাদি পড়ে আছেন। এরপর পুলিশে ফোন দিই। আমার ধারণা, জমি-সংক্রান্ত বিরোধের জেরে দাদিকে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে লিটন হাওলাদার বলেন, আমাদের একই এলাকার রুমান হাওলাদারের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ ছিল। তারা আমাদের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। তবে আমাদের কারও সঙ্গে কোনো বিরোধ ছিল না। পিরোজপুর সদর থানার ওসি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে গলাকাটা অবস্থায় রোকেয়া বেগম নামে এক বৃদ্ধার মরদেহ দেখতে পাই। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।