সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। দুর্ঘটনার কারণ সম্পর্কে, সিগন্যাল, প্রকৌশল ও ট্রাফিক বিভাগের মধ্যে কাঁদা ছোড়া-ছুড়ি।
প্রতিনিধি, রংপুর : পীরগাছায় সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাট অভিমুখী ২১ আপ পদ্মরাগ কমিউটার যাত্রীবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। অল্পের জন্য রক্ষা পেল কয়েকশ যাত্রীর প্রাণ। দুপুর ১২টা ৩০ মিনিটে পীরগাছা রেলওয়ে স্টেশনের ডাউন পয়েন্টে স্লিপার সমস্যার কারনে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রেলওয়ে কর্তৃপক্ষ।
ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় আপ এবং ডাউন লাইনে ঢাকা-লালমনিরহাট ও ঢাকা-রংপুর, দিনাজপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। তবে ঢাকামুখীসহ সব ধরণের আপ-ডাউন লাইন দিয়ে সব ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
রেলস্টেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ কমিউটার ট্রেনটি পীরগাছা রেলওয়ে স্টেশন নির্ধারিত যাত্রাবিরতি দেয়। যাত্রা বিরতির এক মিনিটের মাথায় বেলা ১২টা ৩০ মিনিটে রেলস্টেশনের ডাউন পয়েন্ট হোম সিগনাল এলাকায় লাইনচ্যুত হয়। ওই ট্রেনেটি দুইটি মালবাহী কোসসহ প্রায় ৬০০ যাত্রী নিয়ে লালমনিরহাট যাত্রার দূর্ঘটনার কবলে পরে।
পীরগাছা রেলস্টেশনের মাস্টার ইউছুফ আলী সংবাদকে বলেন, আমার পয়েন্ট এবং সিগন্যাল ঠিক আছে। অন্যদিকে, প্রকৌশল বিভাগের মেট দশ বিকে, বামনডাঙ্গা সেকশন শাহজাহান মন্ডল মিঠু বলেন, সিগন্যালের সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মনে হয়।

Discussion about this post