নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে আগের মতো ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়েছেন ডিবিএ ও সিএমজেএফ নেতারা। গতকাল মঙ্গলবার ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) নবনির্বাচিত নেতৃত্বের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে ডিবিএর কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষ পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে ডিবিএর পক্ষে প্রেসিডেন্ট সাইফুল ইসলামসহ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। অন্যদিকে সিএমজেএফের পক্ষ থেকে প্রেসিডেন্ট মো. মনির হোসেনের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির সদস্যরা অংশ নেন।
আলোচনায় পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সাংবাদিক ও ব্রোকারদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সিএমজেএফের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পুঁজিবাজারের স্বার্থে আগের মতোই যৌথ উদ্যোগ ও সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।
এ সময় সিএমজেএফ প্রেসিডেন্ট মো. মনির হোসেন ডিবিএ নেতৃত্বকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সাংবাদিক সমাজ আগের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ভূমিকা রেখে পারস্পরিক সহযোগিতা জোরদার করবে।
প্রিন্ট করুন




Discussion about this post