নিজস্ব প্রতিবেদক : দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেনে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে লেনদেন কিছুটা কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৪ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯০১ পয়েন্টে। এদিন ডিএসই শরিয়াহ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ১০২৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৭৬টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৩১০টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৩৬টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৩০টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২০৯টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৮টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ২৯টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ২২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৭৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৪টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে চারটি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল তিনটি ফান্ড ও কোম্পানির দর।
‘জেড’ ক্যাটেগরির ৯৪টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৬টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৫টি ফান্ড ও কোম্পানির দর।
একইসঙ্গে মিউচুয়াল ফান্ড খাতে বেশির ভাগ ফান্ডের ইউনিটের দর বেড়েছে। লেনদেন হওয়া ৩৫টি ফান্ডের মধ্যে একটি ফান্ডের ইউনিট ১৬টির দর বেড়েছে, বিপরীতে দুটি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৭টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৯৮২টি শেয়ার ও ইউনিট এক লাখ ৫৪ হাজার ৮৫ বার হাতবদল হয়েছে। এরই জেরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ৪২০ কোটি ৫৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৭৫ কোটি ৫৩ লাখ টাকা।
টাকার অঙ্কে লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি হলোÑশাহজিবাজার পাওয়ার, আফতাব অটো, ব্র্যাক ব্যাংক, তৌফিকা ফুড, খান ব্রাদার্স পিপি, স্কয়ার ফার্মা, মুন্নু সিরামিকস, রানার অটো, ওরিয়ন ইনফিউশন এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
দরবৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-রহিমা ফুড, সোনারগাঁও টেক্সটাইল, রানার অটো, নাহী অ্যালুমিনিয়াম, ফার কেমিক্যাল, বিবিএস, ইন্দো-বাংলা ফার্মা, আফতাব অটো, ইফাদ অটো এবং এসবিএসসি ব্যাংক।
দরপতনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলোÑআইএসএন লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, জিল বাংলা সুগার, আইসিবিএএমসিএল ফার্স্ট অগ্রনী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাটা সুজ, একমি ল্যাবরেটরিজ, নিটল ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইন্স্যুরেন্স।
পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, বাজারে ক্রয়চাপ বৃদ্ধি ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের ফলে লেনদেন ও সূচকে ইতিবাচক গতি দেখা যাচ্ছে, যা সামগ্রিক বাজার স্থিতিশীলতায় ভূমিকা রাখবে।
প্রিন্ট করুন








Discussion about this post