নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশের দিন গতকাল সোমবার পুঁজিবাজারে সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, আগের কার্যদিবসের চেয়ে ডিএসই ও সিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
বেশ কিছুদিন ধরে পতনের বৃত্তে ঘুরপাক খাওয়া বাজারে এ দিন সূচকের সঙ্গে লেনদেনেও গতি বেড়েছে। পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জেই অধিকাংশ সিকিউরিটিজের দর বেড়েছে। এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে, বেড়েছে তার ৯ গুণ বেশি সংখ্যকের দর। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। ফলে এ বাজারটিতেও মূল্যসূচকের উত্থান হয়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা ১১ কার্যদিবস পতনের পর সিএসইতে মূল্যসূচক বাড়ল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১ হাজার ও ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ডিএসইতে ৩৪৮ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৫০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ২৯৮ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
গতকাল ডিএসইতে ৩৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দর বেড়েছে ৩২২টি কোম্পানির, কমেছে ৩৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
এ দিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানগুলো, স্কয়ার ফার্মা, আনোয়ার গ্যালভানাইজিং, খান ব্রাদার্স, রানার অটো, ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, সিমটেক ইন্ডাস্ট্রি, সামিট পোর্ট অ্যালায়েন্স, বসুন্ধরা পেপার ও মনোস্পুল পেপার।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩৬৮ পয়েন্টে। এ দিন সিএসইতে হাত বদল হওয়া ১৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, কমেছে ৪৫টি এবং অপরিবর্তিত রয়েছে ১১টির কোম্পানির শেয়ার দর।
গতকাল সিএসইতে ১৪ কোটি ছয় লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১০ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল চার কোটি ৭৬
লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
প্রিন্ট করুন










Discussion about this post