নিজস্ব প্রতিবেদক : নির্বাচনের প্রভাবে মিশ্র প্রবণতা দেশের প্রধান পুঁজিবাজার স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স-এর উত্থানে লেনদেন শুরু হলেও প্রথম ঘণ্টায় সূচকটি চার হাজার ৯৬২ দশমিক ৩৬ পয়েন্টে নেমে যায়। এরপর কিছুটা উত্থান হলেও শেষ পর্যন্ত পতনেই দিন শেষ হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় গতকাল ডিএসইতে টাকার অঙ্কে লেনদেন কিছুটা বেড়েছে। এদিন লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর বেড়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৯৪৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৮৯৯ পয়েন্টে দাঁড়িয়েছেু। লেনদেনেও ভিন্ন চিত্র দেখা গেছে। ডিএসইতে গতকাল লেনদেন আগের কার্যদিবসের তুলনায় কিছুটা কমেছে।
ডিএসইর তথ্যমতে, গতকাল লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। ডিএসইতে গতকাল মোট ৩৯০টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৯টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ১৫৬টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে ৭৫টি ফান্ড ও কোম্পানির দর অপরিবর্তিত ছিল।
এদিকে বিভিন্ন ক্যাটেগরির মধ্যে ‘এ’ ক্যাটেগরির ২০৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৮টি কোম্পানি ও ফান্ডের দর বেড়েছে। এর বিপরীতে ৬৩টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। একইভাবে ‘বি’ ক্যাটেগরির ৮২টি কোম্পানি ও ফান্ডের মধ্যে লেনদেন হয়েছে। এর মধ্যে ২০টি ফান্ড ও কোম্পানির দর দাম বেড়েছে। এর বিপরীতে ৪৭টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর। ‘জেড’ ক্যাটেগরির ১০৫টি কোম্পানি ও ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৪১টি ফান্ড ও কোম্পানির দর বেড়েছে। এর বিপরীতে ৪৬টি ফান্ড ও কোম্পানির দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১৮টি ফান্ড ও কোম্পানির দর।
একই সঙ্গে মিউচুয়াল ফান্ড খাতে বেশিরভাগ ফান্ডের ইউনিটের দরও কমেছে। লেনদেন হওয়া ৩৪টি ফান্ডের মধ্যে একটি ফান্ডের ইউনিট ৫টির দর বেড়েছে, বিপরীতে ১১টি ফান্ডের ইউনিট দর কমেছে। দিনশেষে অপরিবর্তিত ছিল ১১টি ফান্ডের ইউনিট দর।
ডিএসইতে গতকাল মোট ১২ কোটি ৬১ লাখ ১৭ হাজার ২০০টি শেয়ার ও ইউনিট এক লাখ ৩২ হাজার ০০৫ বার হাতবদল হয়েছে। এরই জেরে দিনশেষে ডিএসইতে মোট লেনদেন দাঁড়ায় ৩৮৬ কোটি ৩৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪৯ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন লিমিটেড। কোম্পানিটির ১১ কোটি ৩২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১০ কোটি ৩৩ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে দ্য সিটি ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এসিআই লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম এবং এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে-স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ফাইন ফুড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লাভেলো আইসক্রিম এবং সায়হাম কটন।
