নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ সময়ে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ১৫ হাজার ২০৬ কোটি ২৫ লাখ টাকা। গতকাল শনিবার ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট বা ১ দশমিক ২৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২৮ দশমিক ০৪ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ১ হাজার ৯৩৬ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ১৮ দশমিক ৮৪ পয়েন্ট বা ১ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১ হাজার ১১৯ পয়েন্টে এবং ডিএসএমইএক্স সূচক (এসএমই ইনডেক্স) (২৩ দশমিক ৩৩) পয়েন্ট বা ২ দশমিক ২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি ২৯ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৭৬ হাজার ৭৩৯ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৭৫৯ কোটি ১৯ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ হাজার ৪০৮ কোটি ১২ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৪৪ কোটি ৮৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৮৬৩ কোটি ২৭ লাখ টাকা।
গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৯০টির, দর কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৪টির। তবে লেনদেন হয়নি ১৯টির।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫১ দশমিক ৩৭ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৩০ সূচক ২ দশমিক ০৮ শতাংশ বেড়ে ১২ হাজার ৩৮৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১ দশমিক ৭০ শতাংশ বেড়ে ৮ হাজার ৭৪৪ পয়েন্টে, সিএসআই সূচক ১ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৯১০ পয়েন্টে এবং এসইএসএমইএক্স (এসএমই ইনডেক্স) ২ দশমিক ৫২ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ১৭২ কোটি ৪৫ লাখ টাকা। আর বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে সিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৭২৫ কোটি ৩৮ লাখ টাকা। টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৪৪৭ কোটি ৬ লাখ টাকা। গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩০ কোটি ৬৩ লাখ টাকা। আর গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৪ কোটি ৯৯ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৪৪ কোটি ৩৬ লাখ টাকা।
গত সপ্তাহে সিএসইতে মোট ৩৪১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২৩৭টির, দর কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির শেয়ার ও ইউনিট দর।