গত ২১ আগস্ট বৃহস্পতিবার দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত ‘সংকটে কার্নিভাল ইন্টারনেট, গুটিয়ে নিচ্ছে ব্যবসা?’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিবাদে বলা হয়, ‘প্রকাশিত সংবাদে কার্নিভাল ইন্টারনেট সম্পর্কে কিছু বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য রয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য এবং উদ্দেশ্যমূলক।
বিটিআরসির ন্যাশনাল আইএসপির লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান এসএসডিটেকের বাজারমুখী ব্র্যান্ড হলো কার্নিভাল ইন্টারনেট। ২০১৫ সাল থেকে নিজেদের উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়ে, ফাইবার ব্রডব্যান্ডের বাজারে খুব দ্রুত সময়ে কার্নিভাল ইন্টারনেট প্রথম স্থান দখল করে নেয়।
দেশজুড়ে সাড়ে চার লাখের বেশি গ্রাহকের সম্পূর্ণ আস্থা অর্জন করে এই ব্র্যান্ড। নিয়ন্ত্রক সংস্থা এবং সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়ম মেনে গ্রামীণ জনগোষ্ঠীকে সত্যিকারের ফাইবার ব্রডব্যান্ড সেবা পৌঁছে দিতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে কার্নিভাল ইন্টারনেট। বাংলাদেশের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা অবারিত সম্ভাবনাকে মাথায় রেখে নতুন নতুন সেবাকে যোগ করে এই ব্রান্ডটি আরো দ্রুত ব্যবসা সম্প্রসারণের দিকে এগিয়ে যাচ্ছে।
সংবাদে উল্লিখিত ‘কার্নিভাল ইন্টারনেট বন্ধ হয়ে যাচ্ছে’Ñএই দাবি সম্পূর্ণ মিথ্যা। কার্নিভাল ইন্টারনেট সবসময় গ্রাহকসেবা, স্বচ্ছতা ও আইন মেনে ব্যবসা পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার প্রচেষ্টা সফল হবে না।’
কার্নিভাল ইন্টারনেটের প্রতিবাদের ভিত্তিতে শেয়ার বিজ আরও অনুসন্ধান করে। ফলে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, প্রকাশিত পূর্ববর্তী প্রতিবেদনে তুলে ধরা সূত্রের তথ্যের অপর্যাপ্ততা ও বাস্তবতার সঙ্গে অমিল রয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবসা গুটিয়ে নেয়ার কোনো পরিকল্পনা নেই; বরং গত মাসে তাদের ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়।

Discussion about this post